শেরপুর নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর বর্ষা খাতুন নামে এক তৃতীয় লিঙ্গের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনজন নারী প্রার্থীকে হারিয়ে তিনি এই পদে বিজয় অর্জন করেন।
গত বুধবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান ভোট গণনা শেষে সরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। মীর বর্ষা খাতুন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রীমতি আরতি দত্ত পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট। ৩০ হাজার ৯০৬ ভোটের বিরাট ব্যবধানে তিনি বিজয়ী হন। তৃতীয় লিঙ্গের প্রার্থী মীর বর্ষা খাতুনের সঙ্গে আরতি দত্ত ছাড়াও মাহফুজা তাহের ও পাপিয়া সমাদ্দার নামে আরও ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, এর আগে জেলার কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী সাদিয়া আক্তার পিংকী ও কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় চমক সৃষ্টি করে গণমাধ্যমে ভাইরাল হয়েছিল।