কাহালু (বগুড়া) প্রতিনিধি: আগামী ২১ মে বগুড়ার কাহালু উপজেলা নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। কাহালু সরকারি কলেজে শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন মোট ১ হাজার ৬১৩ জন কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন ৭৬ জন পিজাইডিং অফিসার, ৫০৯ জন সহকারী পিজাইডিং অফিসার ও ১ হাজার ১৮ জন পোলিং অফিসার।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ মেজবাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোছা. মেরিনা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন, ও জেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদ হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, কাহালু উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহমুদা খাতুন, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আলীম।