Home / বগুড়ার খবর / বগুড়া সদর / এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জিলা স্কুল সেরা

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া জিলা স্কুল সেরা

শেরপুর নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বগুড়া জিলা স্কুল সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রয়েছে।

রোববার প্রকাশিত এসএসসি’র ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর বগুড়ায় মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৭০৭জন যা শতকরায় ৮৯ দশমিক ৯২ শতানংশ এবং জিপিএ -৫ পেয়েছে মোট ৬ হাজার ৫৭৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া জিলা স্কুলে এবার মোট ২৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে শতভাগ পাশসহ ২৩০জন জিপিএ -৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৭ দশমক ৪৫ শতাংশ।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন যা শতকরায় ৯৫ দশমিক ০৬ শতাংশ।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩৭১জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪২জন যা শতকরায় ৯২ দশমিক ১৮ শতাংশ।

বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ৪৪৪জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ৪০৪জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৯০দশমিক ৯৯ শতাংশ।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৩৪৮জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১২জন। যা শতকরায় ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২৩৬জনের সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২০৩জন যা শতকরায় ৮৬ দশমিক ০১ শতাংশ।

বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৩জনের সবাই পাশ করেছে।এদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৪৪জন যা শতকরায় ৮৩ দশমিক ০১ শতাংশ।

টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে ১১২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছেন৷ এদের মধ্যে ৯০জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৮০ দশমিক ৩৫ শতাংশ।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ২৫৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই পাশ করেছে। এছাড়া এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন যা শতকরায় ৭২ দশমিক ৩৭শতাংশ।

এছাড়া বগুড়া বীট মডেল স্কুল কলেজ থেকে শতভাগ পাশ করেছে। নতুন এই প্রতিষ্ঠান থেকে ২৫জন শিক্ষার্থীদের ১০জন জিপিএ -৫ পেয়েছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, ‘ শিক্ষক, শিক্ষার্থী ও সকল সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় বগুড়ায় আমাদের প্রতিষ্ঠান এবার জিপিএ- ৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। আশা করছি এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও ফলাফল ভাল হবে।’

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Contact Us