শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধু আঁখি খাতুন (২৬) ও বৃদ্ধ মোকছেদ আলীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় আঁখির মৃত্যু হয়। সে বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। একই ঘটনায় শনিবার সন্ধ্যায় মোকছেদ আলীর (৬০) মৃত্যু হয়েছে। সে সুঘাট ইউনিয়নের খিদির হাসড়া গ্রামের মৃত মানিক শেখের ছেলে।
জানা যায়, আঁখি খাতুন স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের মধ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আত্মীয় স্বজন টের পেয়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
মোকছেদ আলীর অভাব অনটনের সংসার। গত তিন মাস পূর্বে তার স্ত্রী মারা যায়। সেই থেকে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতলে নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুটি ঘটনার পরিপেক্ষিতে ২টি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।