সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিয়ে নিয়ে আক্ষেপ সোনাক্ষী সিনহার

বিয়ে নিয়ে আক্ষেপ সোনাক্ষী সিনহার

 

শেরপুর ডেস্ক: নেট দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডি। সম্প্রতি কপিল শর্মার শো-তে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শরমিন সেগাল।

এই এপিসোডেই কথা ওঠে বিয়ে নিয়ে। সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনেতারা একের পরে এক বিয়ে করছেন।

কপিলই বিয়ে প্রসঙ্গে কথা তোলেন। কপিল আবার সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভট্ট ও কিয়ারা আডবানীও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’’ এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’’

‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলছেন, ‘‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শেষ হয়ে গেছে। আমার এখনো বিয়ে হয়নি। শরমিনেরও বিয়ে হয়ে গেল।’’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘‘আর রিচারও বিয়ে হয়ে গেছে। ও এবার মা হতে চলেছে।’’

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। জল্পনা, খুব দ্রুতই সোনাক্ষী ও জাহিরকে বিয়ের পিঁড়িতে দেখা যাবে। অন্য দিকে, ‘হীরামান্ডি’র আর এক অভিনেত্রী রিচা চড্ডা অভিনেতা আলি ফেজ়লকে বিয়ে করেন ২০২২-এর অক্টোবরে। খুব শীঘ্রই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ২০২৩-এর নভেম্বরে বিয়ে করেছেন শরমিন সেগাল। ২০২৪-এর মার্চে চার হাত এক হয়েছে অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থের।মান সজলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,

Check Also

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না সংগীতশিল্পী মিলা ইসলাম!

  শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন ‘বাবুরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us