নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ১৬ই মে (বৃহস্পতিবার) উপজেলা এলএসডি ভবন চত্বরে বেলা ১১টায় অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম থানার অফিসার (ইনচার্জ) ওসি আজমগীর হোসাইন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোঃ ফারুক আলমগীর, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলা হতে মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে ১৯৮৫.০০০ মেঃ টন চাল এবং কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩২ টাকা দরে ১২২৬.০০০ মেঃ টন ধান সরাসরি সংগ্রহ করা হবে। এই সংগ্রহের কার্যক্রম আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।