Home / পড়াশোনা / ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা অধিদফতর

ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা অধিদফতর

শেরপুর নিউজ ডেস্ক: মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। আগামী ৩০ মে-র মধ্যে অধিদফতরের নির্ধারিত ই-মেইলে অথবা ফোন নম্বরে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এমইএমআইএস সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআই-এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়ারে পাঠানো যাচ্ছে না।

এ অবস্থায় যেসব শিক্ষক এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে অনলাইনে আবেদনের জন্য এমইএমআইএস সফটওয়্যার থেকে ইনডেক্স কর্তন করেছেন, সেসব শিক্ষককে আগামী ৩০ মে-র মধ্যে উল্লিখিত ই-মেইল বা ফোন নম্বরে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

তথ্য পাঠানোর ই-মেইল: memis.cell@gmail.com ফোন নম্বর: ০২-৪১০৩০১৯৩, ০২-৪১০৩০১৯৪

 

Check Also

রাজশাহীতে পাসের হার ৮১.২৪%, জিপিএ-৫ ২৪ হাজার ৯০২ জন

শেরপুর নিউজ ডেস্ক: এইচএসসিতে গেল বছরের তুলনায় রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =

Contact Us