সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / সাত বছরে ১৭ পণ্যের জিআই সনদ প্রদান

সাত বছরে ১৭ পণ্যের জিআই সনদ প্রদান

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স কমপ্লায়েন্সের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা শনিবার (১৮ মে) ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মু. আনোয়ারুল আলম ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি সংস্থাগুলোতে ইএসজি রিপোর্টিংয়ের ব্যবহারের প্রয়োজনীয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা ইতিবাচক একটি বিষয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যএনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম)-বিষয়ক গাইডলাইন প্রকাশ করেছে এবং বাংলাদেশ সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন লিস্টেড কোম্পানিগুলোর জন্য তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদনে ‘ইএসজি রিপোর্টিং’-এর অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, ‘বৈশ্বিক নামিদামি প্রতিষ্ঠানগুলো বিদেশি বিনিয়োগ সম্ভাবত্যা যাচাইয়ের ক্ষেত্রে ইএসজির বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। তাই বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমাদের এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

ডিসিসিআই সভাপতি আরও বলেন, ইএসজি বাস্তবায়নে একটি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে এবং শিল্পনীতি ও এসএমই নীতিমালায় ইএসজি কমপ্লায়েন্স বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান বলেন, প্রতিটি খাতেই কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কমপ্লায়েন্স বিশ্বাসসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে থাকে।

তিনি বলেন, ‘পরিবেশগত কিংবা সামাজিক কমপ্লায়েন্স প্রতিপালনে আমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’ তিনি জানান, ২০১৬-২০২২ সাল পর্যন্ত সর্বমোট ১৭টি পণ্যের জিআই প্রদান করা হয়েছে। তবে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত মোট ১৪টি পণ্যের জিআই সনদ প্রদান করা সম্পন্ন হয়েছে, এমনকি ৩০টি পণ্যের জিআই প্রদানের প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মু. আনোয়ারুল আলম বলেন, বাংলাদেশে স্মার্ট অর্থনীতির রূপান্তর করতে হলে রপ্তানি বৃদ্ধি করতে হবে, যার সঙ্গে ইএসজির ওপর আরও অধিক হারে গুরুত্ব দিতে হবে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জনের কোনো বিকল্প নেই।

তিনি আমাদের শিল্পকারখানার ইএসজির রিপোর্টিংয়ের আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে দেশের ল্যাবরেটরিগুলোর মান উন্নয়নের ওপর জোরারোপ করেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডোর আবাসিক প্রতিনিধি জাকি উজ্জ জামান। তিনি বলেন, নব্বইয়ের দশকে বৈশ্বিকভাবে ইএসজির বিষয়টি চালু হয়েছে, যেটি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির ঝুঁকি হ্রাস ও মুনাফা অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ যেহেতু এলডিসি উত্তরণের পথে রয়েছে, এমতাবস্থায় ইএসজি বাস্তবায়নে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। তবে ইতোমধ্যে কিছু বাংলাদেশি কোম্পানি ইএসজি কমপ্লায়েন্স রিপোর্টিং বাস্তবায়ন করেছে। ইএসজি বাস্তবায়নে পরিবেশগত তথ্যাদি সংরক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন, যা কিনা এটি বাস্তবায়নে আরও সহজতর হতে পারে। এ ছাড়া ইএসজি কমপ্লায়েন্স বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে আর্থিক সহায়তা প্রদানেরও প্রস্তাব করেন।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় এসজিএস বাংলাদেশ লিমিটেডের বিজনেসের ম্যানেজার ইয়াসমিন আক্তার, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সলিম উল্লাহ, ইকোটেক্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ বিন কাসেম এবং যুক্তরাজ্যের লিডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ প্রমুখ অংশগ্রহণ করেন। আলোচকরা ইএসজি কমপ্লায়েন্সবিষয়ক জনসচেতনতা বাড়ানো ও বাস্তবায়নে নীতি সহায়তা প্রদান, ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, স্মার্ট গরভার্নেন্স, জিআইএসের মনিটরিং ও রিপোর্টিং সিস্টেম প্রবর্তন প্রভৃতির ওপর গুরুত্বারোপ করা হয়।

Check Also

ভারত থেকে ৩৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

  শেরপুর নিউজ ডেস্ক: ভারত থেকে ৩৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি ফ্রসো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us