শেরপুর ডেস্ক: সারাদেশে গত ৫ বছর ৩ মাসে ধর্ষণের ঘটনায় ৩৪ হাজার ৪৭০টি মামলা দায়ের করা হয়েছে। থানায় দায়েরকৃত মামলার মধ্যে পুলিশ ৬ হাজার ১শ ধর্ষনের মামলা তদন্ত শেষে ৯ হাজার ২জন ধর্ষককে অভিযুক্ত করে দেশের বিভিন্ন আদালতে চার্জশিট (অভিযোগ পত্র) জমা দিয়েছেন। আরও অনেক মামলার তদন্ত প্রক্রিয়াধীন আছে। পুলিশ হেডকোয়াটার্সসহ পুলিশের একাধিক সূত্রে এই সব তথ্য জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৯ সালে সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় থানায় ৬ হাজার ১১৪টি মামলা দায়ের করা হয়েছে। ২০২০ সালে ৭ হাজার ১৯৪টি মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে ৬ হাজার ৯শ ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালে ৭ হাজার ১২টি মামলা দায়ের করা হয়েছে। ২০২৩ সালে ৬ হাজার ২শ ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
চলতি বছরের (২০২৪) জানুয়ারিতে ৩০৮টি মামলা,ফেব্রুয়ারিতে ৩৫১টি মামলা ও মার্চ মাসে ৩৭৩টি মামলা দায়ের করা হয়েছে। এই ভাবে প্রতিমাসে নারী নির্যাতন ও ধর্ষনের মামলা হচ্ছে। মামলার সংখ্যা কখনো বাড়ে। আবার কখনো কমে। তবে ধর্ষণ ও নির্যাতন থামছে না। নানা ভাবে নারীরা ব্ল্যাকমেইল,প্রতারণা ও ধর্ষণের শিকার হচ্ছেন।
সূত্র মতে,থানায় দায়েরকৃত মামলার মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ১শ মামলা তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছেন। এই সব ধর্ষনের মামলায় মোট চার্জশিট ভূক্ত আসামি ৯ হাজার ২জন। আদালতে চার্জশিট দেয়ার পর মামলা গুলো এখন বিচারাধীন আছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসানিক পরীক্ষক ডঃ দুলাল কৃষ্ণ সাহা সংবাদকে জানান, অনিয়ন্ত্রিত শিষাবার,ইয়বা,ক্রিস্টাল মেথসহ অন্যান্য মাদক সেবনের কারনে নেশাগ্রস্থ অবস্থায় ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে।
দূর্বৃত্তরা টার্গেট করে শিষা মাদকের সঙ্গে গাজাসহ অন্যান্য মাদক মিশিয়ে টার্গেটকৃত বন্ধুকে খাইয়ে পরে ধর্ষন ও নির্যাতন করছে। প্রায় এই সব ঘটনা জানা যাচ্ছে। অবাধে মাদক সেবন ও রঙ্গিন স্বপ্নই ধর্ষনের মত ঘটনা ঘটাচ্ছেন।
অপর দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার গতকাল সন্ধ্যায় জানান, মোবাইলে বিভিন্ন নেট সুবিধার কারনে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ছে। এতে নিজেদের মধ্যে সহজেই পারস্পারিক সম্পর্ক, যোগাযোগ ও ভার্চুয়ালি কথাবার্তার কারনে অনেকেই নানা ঘটনায় জড়িয়ে পড়েন। এরমধ্যে কিছু ঘটনা পুলিশ পর্যন্ত পৌছায়। আবার অনেকেই লোক লজ্জার ভয়ে ঘটনা প্রকাশ করে না। এই ধরনের বহু ঘটনা আছে। মাদকের ব্যবহারের কারনে ধর্ষন ও নির্যাতনের ঘটনা ঘটছে। এলাকা ভিত্তিক মাদকের ব্যবহার,ভিডিওসহ নানা কারনে ধর্ষণের ঘটনা ঘটছে।