Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

বগুড়ায় হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: চাঁদার টাকা না পেয়ে বগুড়ার সারিয়াকান্দিতে মুদী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) দুপুর বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। এসময় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মোজ্জামেল হকের ছেলে তুহিন মিয়া (৩১) ও দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহামুদ (৩২)। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

নিহত মুদী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। ডোমকান্দি গ্রামে তার একটি মুদী দোকান ছিল।

এজাহার সূত্রে জানাযায়, ২০১৫ সালের ২৮ আগস্ট দণ্ডপ্রাপ্ত দুই আসামি তুহিন ও সুলতান রাত সোয়া ৮টার দিকে ডোমকান্দি গ্রামে রফিকুলের মুদী দোকানে আসেন। সেখান থেকে তারা এক প্যাকেট সিগারেট নেওয়ার পর চাঁদা হিসেবে ৫০ টাকা দাবি করেন। রফিকুল তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সিগারেটের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে রফিকুলের পেটে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে আসলে আসামিরা পালিয়ে যান।

পরে আহত রফিকুলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর রফিকুলের ভাই ছায়েদ আলী বাদী হয়ে তুহিন ও সুলতানের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে রফিকুল মারা যান। পরে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে।

আটমাস তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩০মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়ায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

মামলার বাদী ছায়েদ আলী বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। যারা ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার হয়েছে। উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Contact Us