Home / উন্নয়ন / আরও ২০ হাজার ভূমিহীন পাচ্ছেন আশ্রয়ণের ঘর

আরও ২০ হাজার ভূমিহীন পাচ্ছেন আশ্রয়ণের ঘর

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায় আরও ২০ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছেন। ইতোমধ্যে ঘরগুলোর নির্মাণ শেষ হয়েছে। আগামী জুন মাসেই সেসব ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতে পারে।

গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে হস্তান্তর অনুষ্ঠান আয়োজনের ব্যয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। পঞ্চম পর্যায়ে আরও ২০ হাজার ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হবে। এ ঘর বরাদ্দ দেওয়ার লক্ষ্যে যে অনুষ্ঠান আয়োজন করা হবে, তার ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে সম্পন্ন করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। তিনি আরও বলেন, ঘরগুলো ইতোমধ্যে হয়ে গেছে। এখন ফরমাল অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হবে। তিনি জানান, হস্তান্তরের তারিখ নির্ধারণ হয়নি। সম্ভাব্য জুন মাস। প্রধামন্ত্রীকে সামারি দেওয়া হয়েছে, তিনি সুবিধামতো সময় দেবেন।

Check Also

আবারো খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =

Contact Us