Home / খেলাধুলা / কোপা আমেরিকায় আসছে গোলাপী কার্ড

কোপা আমেরিকায় আসছে গোলাপী কার্ড

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশকিছু দল। এই আসরকে সামনে রেখে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আসছে কোপায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে কনমেবল।

আর এই নিয়মের ব্যবহারের জন্য রেফারিদের কাছে থাকবে গোলাপী কার্ড। গত ২১ মে এক বিবৃতিতে বিষয়টি জানায় কনমেবল। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনুমোদিত পাঁচটি বদলির জায়গায় দলগুলো আসছে আসরে মোট ছয় জন বদলি নামাতে পারবে। এজন্য রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপী কার্ড ব্যবহার করা হবে।

চলতিহ বছরের ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। অতিরিক্ত বদলি নামানোর এই নিয়ম আগামীতে দেখা যাবে কনমেবলের আয়োজিত অন্যান্য টুর্নামেন্টেও।

 

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =

Contact Us