শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সেলিনা মির্জা মুক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। উল্লাপাড়ায় প্রথমবারের মতো কোনো নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
সেলিনা মির্জার বাবা সংসদ সদস্য প্রয়াত আবদুল লতিফ মির্জা। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা সংগঠন পলাশডাঙ্গা যুবশিবিরের পরিচালক ছিলেন। বাবার অসামান্য অবদান ও সুনামের কারণেই সর্বস্তরের মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন।
চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি জানান, বাবার প্রতি উল্লাপাড়ার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ এখনও অটুট। বাবার কারণেই মানুষ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। উল্লাপাড়ার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি বলেন, বাবার আদর্শের প্রতি সম্মান রেখে উল্লাপাড়াকে আধুনিক ও সব ধরনের সুযোগ-সুবিধা সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করে যাবেন। কাজ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা চান তিনি।