শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এবার ইংলিশ মিডিয়াম স্কুলে মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। বিষয়টিতে ষড়যন্ত্র রয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত বাংলাদেশ স্টাডিজ বই পড়ানোর সুপারিশ করা হয়।
শিক্ষামন্ত্রীর অভিযোগ, দেশের ইংরেজি মাধ্যমে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সরকারি পাঠ্যপুস্তক না পড়িয়ে বেসরকারি বিভিন্ন বই পড়ানো হয়। তাতে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিকৃত তথ্য রয়েছে। পরে বিষয়টি সুপারিশ আকারে তুলে ধরা হয়।