শেরপুর নিউজ ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট আজ শনিবার। দেড় মাসব্যাপী সাত দফায় নির্বাচনের শেষ পর্যায়ে জোর জল্পনাকল্পনা চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে কে কত আসন পাবে। দু’পক্ষই নেতাকর্মী চাঙ্গা রাখতে অধিকসংখ্যক আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে। প্রচারণায় মূলধারা গণমাধ্যমকে ব্যবহার করছে বিজেপি; বিরোধীরা নির্ভর করছে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর।
ভোট শুরুর আগে বিজেপি চারশর বেশি আসন পাওয়ার স্লোগান দিলেও পরে ক্রমেই সেই স্বপ্ন ফিকে হতে থাকে। কংগ্রেসসহ বিরোধীরা বেকারত্ব, মূল্যস্ফীতির মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দিলে জনগণ তাতে ব্যাপক সাড়া দিতে থাকে। এতে বেকায়দায় পড়েন ক্ষমতাসীনরা। সামাজিক মাধ্যম ইউটিউবে বিশিষ্ট সাংবাদিকরা সরকারের নানা অসংগতি তুলে ধরলে তাতে কংগ্রেসের সমর্থন বাড়তে থাকে। তারা দেখাতে সক্ষম হন, মূলধারার সংবাদমাধ্যম হিসেবে যেটাকে চেনা হয়, তা মূলত বিজেপির প্রচারতন্ত্র। এতে সাধারণ মানুষের চিন্তায় বড় পরিবর্তন আসে; তারা ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের সংবাদের দিকে নজর দিতে থাকেন।
তবে বিজেপির নির্দিষ্ট ভোটব্যাংক আছে। এক শ্রেণির ভোটার নিজেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত হিসেবে দাবি করে থাকেন। ধরেই নেওয়া যায়, তারা বিজেপি ছাড়া বিরোধী কোনো প্রার্থীকে ভোট দেবেন না। অন্যদিকে, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া কংগ্রেসেরও অনেক সমর্থক আছেন, যারা কখনও হাল ছাড়েন না।
ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আসন সংখ্যা ৫৪৩। এর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসনের। বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা বলছেন, এনডিএ জোট এ সংখ্যক আসন পাবে না। আবার এনডিএ জোট বলছে, ইন্ডিয়া জোট জিততে পারবে না। সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী ও ইন্ডিয়া জোটের অংশীদার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভোটে ২০০ আসনও পাবে না। অন্যদিকে বিশ্লেষক প্রশান্ত কিশোর বলছেন, বিজেপি এবারও তিন শতাধিক আসন পাবে; কংগ্রেস ১০০ আসনও পাবে না।
লাইভ মিন্ট অনলাইন জানায়, বিজেপি ৪০০ আসন পাচ্ছে না– এমন ভবিষ্যদ্বাণীর খবরে ভারতের শেয়ারবাজারে হতাশা ও অস্থিরতা বিরাজ করছে। শেয়ারবাজারে বেঞ্চমার্কের ওঠানামা থেকে এমনটাই স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল নির্বাচনের ফলাফল ঘোষণার পরই শেয়ারবাজারের গতিবিধি নির্ধারিত হবে। ভারতের এইচডিএফসি সিকিউরিটিজের রেটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি বলেন, গত নির্বাচনের চেয়ে যদি এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কম আসন পায়, শেয়ারবাজার এটাকে নেতিবাচকভাবে নেবে।
আজ আট রাজ্য ও একটি কেন্দ্রনিয়ন্ত্রিত অঞ্চলের ৫৮ আসনের ভোটে ৮৮৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তাদের মধ্যে কংগ্রেসের প্রার্থী সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমার ও বিজেপির মনোজ তিওয়ারির লড়াইয়ে সবার নজর থাকবে। উত্তর-পূর্ব দিল্লির একটি আসনে লড়ছেন তারা। সেখানে উত্তেজনাপূর্ণ প্রচার চলেছে। পশ্চিমবঙ্গে আটটি, হরিয়ানায় ১০, ঝাড়খণ্ডে ৪, উড়িষ্যায় ৬, উত্তরপ্রদেশে ১৪, বিহারে ৮, দিল্লিতে ৭ ও জম্মু-কাশ্মীরে একটি আসনে ভোট গ্রহণ হবে।
২০১৪ সালে ৩৩৬ আসন নিয়ে ক্ষমতায় আসে এনডিএ জোট। এর মধ্যে বিজেপি পেয়েছিল ২৮২ আসন। ২০১৯ সালে এনডিএ ৩৫৩ আসনে জিতলে এতে বিজেপির আসন ছিল ৩০৩টি। এবার নির্বাচন শুরুর আগে ক্ষমতাসীনরা যেভাবে প্রত্যাশা করেছিলেন, সেভাবে জনগণ সাড়া দেননি। এর কারণ হতে পারে কয়েকজন বিরোধী রাজনীতিকের আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠা। নরেন্দ্র মোদির সমালোচনায় এ নির্বাচনে রাহুল গান্ধী নতুনরূপে আবির্ভূত হয়েছেন। জনপ্রিয়তা বেড়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারে দলটি বাধার মুখে পড়ছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। সমাজবাদী পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিজেপির পথের অন্যতম কাঁটা। একইভাবে বিহারে তেজস্বী যাদব ও মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব ঠাকরে বিজেপির জন্য সবচেয়ে বড় হুমকি।
এ ভোটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। হিন্দুস্তান টাইমস জানায়, ভোট পড়ার হার দেরি করে প্রকাশ করায় অস্বচ্ছতার অভিযোগ উঠছে। ষষ্ঠ দফার ভোট সামনে রেখে কংগ্রেস নেতা ও ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘের বলেছেন, আগের লোকসভা নির্বাচনগুলোতে কত শতাংশ ভোট হলো, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাত নির্বাচন কমিশন। এখন এ ডিজিটাল যুগে কমিশন তা প্রকাশে দেরি করে। কখনও আট থেকে ১০ দিনও দেরি হয়। এ সময়ে ভোটের হার ৬ থেকে ৮ শতাংশ বেড়ে যায়। এতে স্পষ্ট হয়, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট।
বিজেপি কীভাবে ৪০০ আসন পাবে– এমন প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন, তারা তো সব জায়গায় হারছে। বরং ইন্ডিয়া জোটের জয়ী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, ষষ্ঠ দফায় চাপে থাকবে বিজেপিই। যে ৫৮ আসনে ভোট হচ্ছে, ২০১৯ সালে এর ৪৫টিতেই তারা জিতেছিল। এবার বেশি সংখ্যক আসন হারানোর আশঙ্কাই বেশি। গত নির্বাচনে হরিয়ানা (১০) ও দিল্লির (৭) সব আসনেই জয় পেয়েছিল বিজেপি। এবার আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হওয়ায় তাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। উভয় রাজ্যেই বিজেপির প্রতি জনসমর্থন কমেছে। কৃষক বিক্ষোভের জেরে হরিয়ানায় চাপে আছে বিজেপি। সেখানে জাট সম্প্রদায়ের লোকজনও তাদের ওপর ক্ষিপ্ত।
আসাম ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে জনপ্রিয়তা কমেছে বিজেপির। দক্ষিণের রাজ্যগুলোতে কখনোই তারা ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত কী ফলাফল হয়, তা আগামী ৪ জুনই জানা যাবে। প্রথম পাঁচ দফায় ভোট পড়েছে যথাক্রমে– ৬৬ দশমিক ১ শতাংশ, ৬৬ দশমিক ৭ শতাংশ, ৬১ শতাংশ, ৬৭ দশমিক ৩ শতাংশ ও ৬০ দশমিক ৫ শতাংশ। ভোটের কম হার নিয়েও উদ্বিগ্ন বিজেপি।