শেরপুর নিউজ ডেস্ক: চলতি অর্থবছরের শেষ সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া রাজস্ব আদায়ে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে। অভিযান চলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে একাধিক টাস্কফোর্স।
শুক্রবার (২৪ মে) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও টাস্কফোর্স কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ে অভিযান চালিয়েছে। গতকাল চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ২৪ কোটি টাকা।
গত বুধবার পর্যন্ত ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এনবিআর আদায় করেছে ১৮ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার কর্মদিবসের শেষ সময়ে দেশের প্রথম সারির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এনবিআরের কর অঞ্চল-১১-এর কর্মকর্তাদের নিয়ে গঠিত টাস্কফোর্স দল পাওনা রাজস্বের ১২৫ কোটি টাকা আদায় করেছে। বিশ্ববিদ্যালয়টির ব্যাংকে গচ্ছিত এফডিআর ভেঙে এই অর্থ আদায় করা হয়। এদিন কর্মদিবসের শেষ সময়ে আরও আদায় করা হয় ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রায় ১৩ কোটি টাকা ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে রাজস্ব পাওনা নিয়ে এনবিআরের তৈরি একাধিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বেসরকারি খাতের ১০৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এনবিআরের রাজস্ব (শুল্ক, কর ও ভ্যাট) পাওনা ১ হাজার ৩৮৯ কোটি টাকা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ।
চলতি অর্থবছরের শুরু থেকেই টাস্কফোর্সের কর্মকর্তারা সারা দেশে ছড়িয়ে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়, ব্যয়, কর-শুল্ক-ভ্যাট পরিশোধের তথ্য খতিয়ে দেখা শুরু করেন। বিশেষভাবে ব্যাংক লেনদেনের তথ্য, শিক্ষার্থী ভর্তির পরিমাণ এবং এ খাতে আদায়, শিক্ষাপ্রতিষ্ঠানের উপকরণ ক্রয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের আয়-ব্যয় বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়।
সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ১০৩ শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্ব পরিশোধের তথ্যে গরমিল পাওয়া গেছে। এরই মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে রাজস্ব পরিশোধ সময় বেঁধে দেওয়া হলেও বেশির ভাগই পরিশোধ করেনি। এমন পরিস্থিতিতে এনবিআর কঠোর অবস্থানে গেছে।
এনবিআরের ২০০৭ ও ২০১০ সালের দুটি পৃথক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের আয়ের ওপর প্রদেয় আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। মামলা চলাকালে এসব প্রতিষ্ঠান রাজস্ব পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে গেছে।
সূত্র জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বকেয়া আদায়ে অনেক দিন ধরে এনবিআরের সঙ্গে টানাপোড়ন চলছে। প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের রাজস্ব পাওনা ১৮০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৫৬৪ টাকা। এনবিআরের টাস্কফোর্স তদন্তে নিশ্চিত হয় যে, নর্থ সাউথের ব্যাংক হিসাব পরিচালনা করা হয় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়। এনবিআর থেকে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং শাখা ব্যবস্থাপককে চিঠি দিয়ে আয়কর আইন অনুযায়ী নর্থ সাউথের বকেয়া রাজস্ব এই হিসাব থেকে পরিশোধ করতে অনুরোধ করা হলেও তারা রাজি হননি। এতে ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যবস্থাপককে শোকজ করা হয়। গত বৃহস্পতিবার কর্মদিবসের একেবারে শেষ সময়ে এনবিআরের টাস্কফোর্স কমিটি এই শাখার নর্থ সাউথের এফডিআর ভেঙে পে-অর্ডারে ১২৫ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ২৭০ টাকা বকেয়ার বিপরীতে আদায় করে।
নাম প্রকাশ না করার শর্তে টাস্কফোর্সের এক কর্মকর্তা ৃ বলেন, এনবিআরের ইতিহাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এফডিআর ভেঙে এত বেশি পরিমাণ বকেয়া রাজস্ব আদায় করা হয়নি।