নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ” জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই স্লোগানে বগুড়ার নন্দীগ্রামে গত ২৫শে মে (শনিবার) কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ বগুড়া রিজিয়ন এর আয়োজনে থানা চত্বরে সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েেছে।
উক্ত আলোচনা সভায় কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (পশ্চিম বিভাগ) বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সঞ্জয় কুমার কুন্ডু।
বক্তব্য রাখেন হাইওয়ে সার্কেল বগুড়া রিজিয়ন এর সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, পল্লি বিদ্যুতের সাবেক ডাইরেক্টর ও উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল, কুন্দারহাট হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এম আর জামান রাসেল, কুন্দারহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ।