Home / বিদেশের খবর / তেল আবিবে হামাসের ‘বড় আকারের’ ক্ষেপণাস্ত্র হামলা

তেল আবিবে হামাসের ‘বড় আকারের’ ক্ষেপণাস্ত্র হামলা

শেরপুর নিউজ ডেস্ক: ইসরায়েলে ‘বড় ধরনের’ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার (২৬ মে) এ হামলা চালানো হয় বলে দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড।

অন্যদিকে, কেন্দ্রীয় শহরে ইসরায়েলের সেনাবাহিনী সম্ভাব্য রকেট হামলার জন্য সতর্কতামূলক সাইরেনও বাজিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে আল-কাসেম ব্রিগেডস বলেছে, বেসামরিকদের ওপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এই রকেট হামলা। হামাস আল-আকসা টিভি বলেছে, গাজা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে।

গত চার মাস থেকে তেল আবিবে রকেট হামলার সাইরেনের শব্দ শোনা যায়নি। তবে সর্বশেষ এই সাইরেন বাজানো নিয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, আজ রোববার গাজার রাফা থেকে ইসরায়েলের কেন্দ্র লক্ষ্য করে ১০টি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে আটটি রকেট সীমান্ত ভেদ করেছে এবং বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

Check Also

বন্ধ হচ্ছে জন্মসুত্রে মার্কিন নাগরিকত্ব

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় দেশটির লাখ লাখ অভিবাসী দম্পতিদের উদ্বেগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =

Contact Us