Home / অন্যরকম খবর / মদ না ছাড়লে কখনোই লেখক হতে পারতাম না-মারিয়ান কিয়েস

মদ না ছাড়লে কখনোই লেখক হতে পারতাম না-মারিয়ান কিয়েস

শেরপুর নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক মারিয়ান কিয়েস বলেছেন, তিন দশক আগে তিনি যদি মদপান না ছাড়তেন, তবে কখনোই লেখক হতে পারতেন না।

গত ২৩ মে ‌‘হে ফেস্টিভ্যালে’ শত শত দর্শকের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় লেখক মারিয়ান নিজের লেখক হওয়ার আগের জীবন ভক্তদের সামনে তুলে ধরেন।

নিজের জীবন সম্পর্কে মারিয়ান কিয়েস বলেন, আমি বিষণ্নতায় ভুগেছিলাম। এরপর আমি মদে আসক্ত হয়ে পড়েছিলাম। সে অবস্থা থেকে মুক্তি পেতে আমি পুনর্বাসন বা রিহ্যাবে যাই। সেখানে নিজের সম্পর্কে অনেক কিছু শিখি। আমি নিজেকে এই কষ্টকর দুনিয়ায় টিকে থাকার জন্য অনেক কিছু বোঝাতে শেখাই।

আইরিশ লেখক মারিয়ান কিয়েসের জন্ম ১৯৬৩ সালে। তিনি রেডিও উপস্থাপক হিসেবেও পরিচিত। ১৯৯৫ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। তিনি এখন পর্যন্ত ১৬টি উপন্যাস লিখেছেন। তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে রয়েছে দ্য চার্মিং ম্যান, দ্য ব্রেক প্রভৃতি।

সূত্র: বিবিসি

Check Also

কেন এত আলোচনা ২৬ সেপ্টেম্বর নিয়ে?

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে গুঞ্জন ও আলোচনা বেড়েই চলেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =

Contact Us