Home / দেশের খবর / দশ বছরে ১৮১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসনমন্ত্রী

দশ বছরে ১৮১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসনমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকায় গত ১০ বছরে ১৮১ জন কর্মকর্তাকে (গ্রড-১ থেকে ৯) শাস্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে তিনি একথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পদক মাসউদুল হক।

মন্ত্রী বলেন, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত গত ১০ বছরে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ৩৫১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসে এর মধ্যে গুরুদণ্ড দেওয়া হয় ৪১ জনকে, লঘুদণ্ড দেওয়া হয় ১৪০ জনকে। ১৭০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এখানে যে শুধু কর্মকর্তারাই দায়ী থাকেন, তা কিন্তু নয়। যার কাজটি পছন্দ হচ্ছে না সে অভিযোগ করেন। সব সময় দেখার চেষ্টা করি অভিযোগের সত্যতা আছে কিনা? প্রতিনিয়ত আমাদের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান। অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথমে প্রাথমিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা বোঝার চেষ্টা করি। এরপর বিভাগীয় ব্যবস্থা চালু হয়। এরপর শুনানি হয়, স্পট ভিজিট হয়। আমাদের টিম থাকে। সত্যতা থাকলে বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল প্রসেডিং-ডিপি) চালু করতে হয়।

এ সময় জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেড (আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কর্মচারী নিয়োগে কমিটির সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি পিএসসির মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিয়োগের সুপারিশ করেছে। আগামী ৩ মাসের মধ্যে তাদের সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, গত ৫ বছরে তিন লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Check Also

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ ব্লক-সি এভিনিউ-৫ একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 6 =

Contact Us