শেরপুর নিউজ ডেস্ক: রোববার (২ জুন) বিকেলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অত্র প্রতিষ্ঠানের ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী ১২ জন এতিম শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
এসময় কৃতিত্ব অর্জনকারী এতিম শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দিয়ে তাদের কৃতিত্ব অর্জনের পিছনের নানা বিষয়ে আলোচনা করেন। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলে। মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠতে হবে। ভালভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে সকল ধরনের সহযোগিতা করা হবে। নিজেরা ভাল স্থানে গিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে হবে। তোমাদের শিক্ষকরা যত্ন করে গড়ে তুলেছেন, তাই তাদের মান অক্ষুণ্ণ রাখতে হবে। মানবিক মানুষ শুধু সমাজের নয়, দেশের সম্পদ। কারণ মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজ তথা জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করে থাকেন। দেশ এগিয়ে যাচ্ছে। তোমাদেরকে আগামী মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠে দেশের জন্য নিজেদের আত্মনিয়োগ করার আহবান জানান।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ আরও অনেকে।