Home / দেশের খবর / উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

শেরপুর নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলায় একযোগে শুরু হয়। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা বাদ দিলে বলা যায় অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোট শেষে শুরু হয়েছে গণনা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম জানান, ২৬ জেলায় ৬০ উপজেলায় প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। তবে ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া তিনজনকে জরিমানা করা হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৬৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

Check Also

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 5 =

Contact Us