Home / দেশের খবর / মালয়েশিয়া কর্মী পাঠানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- প্রধানমন্ত্রী

মালয়েশিয়া কর্মী পাঠানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যেতে না পারার ঘটনা যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ মে) দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধীদলীয় চিফ হুইপ, কিশারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে কর্মী যান, এটা স্বাভাবিক। সরকার আইন, সুযোগ-সুবিধা তৈরি করার পরও কেউ কেউ দালাল ধরে যান। কিন্তু এবার মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে কেন এত মানুষ বিড়ম্বনায় পড়ল, সেটি অনুসন্ধান করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘যখনই সব ঠিক করা হয়, লোক পাঠানোর জন্য তখনই দেশের ও মালয়েশিয়ার এক শ্রেণির ম্যানপাওয়ার ব্যবসায়ী তড়িঘড়ির চেষ্টা করে। ফলে জটিলতা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। অনেক ক্ষেত্রে তাদের চাকরি ও কর্ম কিছুই ঠিক থাকে না। কিছু মানুষ আছে, দ্রুত তড়িঘড়ি করে যেতে চায়। নিয়ম মানতে চান না। মালয়েশিয়ার ঘটনায় দায়ী যে বা যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি দেয় দেশটির সরকার। গত শুক্রবার পর্যন্ত ভিসা পাওয়াদের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। কর্মীদের মালয়েশিয়া যেতে জনপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বেশিরভাগে কর্মীকেই গুণতে হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। এরপরও গত শুক্রবারের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ৩২ হাজার কর্মী।

Check Also

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ ব্লক-সি এভিনিউ-৫ একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =

Contact Us