শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর আওতায় পানিসম্পদ উন্নয়ন খাতে প্রায় ৫২ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ে ৬৮টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় দেশের ৬৪টি জেলায় প্রায় ৫ হাজার ২৬২ কিলোমিটার নদী, খাল এবং জলাশয় পুনর্খনন করা হবে।
বৃহস্পতিবার (৬ জুন) প্রস্তাবিত বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে আনুমানিক ৫ লাখ ২০ হাজার হেক্টর এলাকাকে জলাবদ্ধতা, বন্যা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ঝুঁকি থেকে নিরাপদ রাখা সম্ভব হবে। এতে প্রায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের ফলে বার্ষিক প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন বাড়বে।
তিনি আরও বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা খাল পুনর্খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে। হাওর এলাকার উন্নয়নের লক্ষ্যে গৃহীত হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ২৮ হাজার ৪৩ কোটি টাকার ১৫৪টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের ৪০টি সংস্থা এরই মধ্যে ১১০টি প্রকল্প বাস্তবায়ন করছে। হাওর মহাপরিকল্পনা হালনাগাদের জন্য একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।