Home / দেশের খবর / বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে। এবারের প্রতিপাদ্য “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এই সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করা । এই ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। জেলা প্রশাসক চত্ত্বরে তিনটি স্টল থেকে জনগনকে সেবা দেয়া হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি,এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, আরডিসি আব্দুল ওয়াজেদ, বগুড়া সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন এবং সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

Check Also

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি সফরের অংশ হিসেবে ব্রিটেনের রাজা চার্লস ভারতীয় উপমহাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 2 =

Contact Us