Home / বিদেশের খবর / ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএ নির্বাচিত হয়েছেন সোফিয়া ফিরদৌস। রাজ্যটির বারাবাতি-কটক আসন থেকে এমএলএ নির্বাচিত হন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির চন্দ্র মহাপাত্রকে ৮ হাজার ১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। খবর এনডিটিভির

৩২ বছর বয়সী নারী সোফিয়া ফিরদৌসের পরিবার আগাগোড়াই রাজনৈতিক। তিনি কংগ্রেসের প্রবীণ নেতা মহম্মদ মকিমের মেয়ে। ২০২৪ সালের ওডিশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মকিমের স্থানে ফিরদৌসকে মনোনয়ন দেয়। যথারীতি তিনি নির্বাচনে জয় লাভ করে মান রেখেছেন কংগ্রেসের নীতি-নির্ধারকদের।

ফিরদৌস কলিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০২২ সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএমবি) থেকে একটি এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন।

তিনি ওডিশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নন্দিনী সতপতীর পদাঙ্ক অনুসরণ করেন। নন্দিনী সতপতী ১৯৭২ সালে একই আসনে প্রতিনিধিত্ব করেছিলেন।

Check Also

লুলাকে হত্যার ষড়যন্ত্র ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে হত্যা পরিকল্পনার অভিযোগে দেশটিতে ৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Contact Us