শেরপুর নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ জুন) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি ও একটি পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাফিস সালাম উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করত। তার থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ‘হিযবুত তাহরী’র অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাকে রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।