Home / বগুড়ার খবর / কাহালু / বগুড়ায় পিকনিকে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় পিকনিকে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে পিকনিকে গিয়ে বিদ্যুৎস্পর্শে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ ফাহাদ (১৫) মারা গেছে। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কাহালু-মালঞ্চ সড়কের পাশে সিন্দুরাইল এলকায় নবনির্মিত একটি ভবনে পিকনিকের খাওয়া-দাওয়া শেষে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাউন্ড বক্সের দেওয়া বৈদ্যুতিক সংযোগের তার খুলতে গিয়ে ফাহাদ তারের সাথে আটকে যায়। পরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ফাহাদকে উদ্ধার করে প্রথমে কাহালু ও পরে বগুড়া মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।

নিহত ফাহাদ সিন্দুরাইল গ্রামের এরশাদুলের পুত্র এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

Check Also

কাহালুতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত: দশজনের অর্থদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দশজনের অর্থদন্ড ও বিচ্ছিন্ন কিছু ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us