Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / যমুনায় বিলীনের পথে শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়

যমুনায় বিলীনের পথে শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় যমুনা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি বাঁচানোর আশা ছেড়ে দিয়ে নিলামে বিক্রির প্রক্রিয়া চালাচ্ছেন উপজেলা প্রশাসন। সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত শনিবার থেকে এ নদীর পানি কমতে শুরু করেছে।

পানি কমলেও উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। রবিবার সকালে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। এতে বিদ্যালয়টি যমুনা নদীতে বিলীন হতে চলেছে।

বিদ্যালয়টির একাংশ ইতিমধ্যেই যমুনায় বিলীন হয়েছে। তাই এ বিদ্যালয়টির নিলাম দিতে দ্রুত প্রক্রিয়া চালাচ্ছেন উপজেলা প্রশাসন। গত বছর এ বিদ্যালয়ের পাশে ভাঙন তীব্র আকার ধারণ করলে দ্রুত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

পরে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ভাঙন কবলিত এলাকায় জিও এবং টিও ব্যাগ ফেলা হয়। এতে এ এলাকায় যমুনা নদীর ভাঙন কিছুটা রোধ হয়। কিন্তু রবিবার দুপুরে আবারো একই এলাকায় যমুনা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। এ এলাকায় ভাঙন সৃষ্টি হওয়ায় শিমুলতাইড় গ্রামের শতাধিক পরিবার ভাঙন হুমকিতে রয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে এ গ্রামের একমাত্র আশ্রয়ন প্রকল্প।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির বলেন, ‘যেহেতু বিদ্যালয়টির পরিস্থিতি খুবই খারাপ তাই এটি নিলামে বিক্রি করে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফসিার বরাবর আবেদন দিয়েছি’।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘স্কুলটি রক্ষার জন্য প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। এখানে বড় আকারের বাজেট প্রয়োজন। তাই স্কুলসহ এলাকাবাসীকে বাঁচাতে প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে খুব দ্রুত কাজ শুরু করা হবে’।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, ‘যেহেতু বিদ্যালয়টির পরিস্থিতি তেমন ভালো মনে হচ্ছে না, তাই উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিদ্যালয়টি নিলামে দেয়া হচ্ছে’।

Check Also

সারিয়াকান্দিতে বজ্রপাতে নিহত ১, আহত ২

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ১ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =

Contact Us