শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
্এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন, শেরপুর টাউন ফাঁড়ির ইনচার্জ মো. নুরন্নবী, শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো. বখতিয়ার হোসেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদ আল মালেক প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আযহায় মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখা, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের আনন্দ মুখর পরিবেশ তৈরীর জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। এবং যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।