শেরপুর নিউজ ডেস্ক: দেশের চলচ্চিত্র এখন অনেকটা ঈদের মৌসুমভিত্তিক। আগের মতো বছরব্যাপী সিনেমা মুক্তি পায় না। যা দুয়েকটা প্রেক্ষাগৃহে আসে তা হাতে গোনা। বিগত কয়েক বছর দেশের সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে গেছে বলা চলে। ঈদের সময়ে সিনেমা মুক্তির তোড়জোড় দেখা যায়। গত ঈদুল ফিতরের সময় দেশের প্রেক্ষাগৃহে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল।
ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির কয়েক বছরের ধারবাহিকতায় এবারের ঈদুল আজহায় ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো হচ্ছে ‘তুফান’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ , ‘আগন্তুক’ ও ‘ময়ূরাক্ষী’।
জানা গেছে, ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ ১২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অন্যদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি ২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এছাড়া তিন সিনেমার মধ্যে যথাক্রমে ১৫টি প্রেক্ষাগৃহে ‘রিভেঞ্জ’, ১৩টি প্রেক্ষাগৃহে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ৫টিতে ‘আগন্তুক’ সিনেমা মুক্তি পাচ্ছে।
তুফান’ সিনেমাটি সঙ্গত কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ এতে অভিনয় করেছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। এটি শুটিংয়ের শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছে।
বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। অন্যদিকে ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েতকেও দেখা যাবে এ সিনেমায়।
নির্মাতা রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। এর চিত্রনাট্য লিখেছেন সাংবাদিক গোলাম রাব্বানী।
‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।
এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাটি ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউর রোশান ও শবনম বুবলী। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্ত প্রমুখ।
‘আগন্তুক’ সিনেমাটি খুব একটা আলোচনা শোনা যায়নি। কারণ এটি শেষ দিকে মুক্তির মিছিলে যোগ দিয়েছে। এটি নির্মাণ করেছেন সুমন ধর। ‘আগন্তুক’সিনেমাটি ১১ জুন ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। কামাল হাসানের প্রযোজনায় ‘আগন্তুক’ পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এ সিনেমাতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন।
‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের সিনেমাটিও শেষ দিকে মুক্তির তালিকায় নাম লিখিয়েছে। এটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড়দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডন প্রমুখ।