শেরপুর নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন সবাই ক্লান্ত। এর সমাপ্তি কীভাবে ঘটবে, তা যেন জানা নেই কারও। তবে কয়েকদিন আগেই যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সঙ্গে জুড়ে দিয়েছিলেন কিছু শর্তও। এবার পুতিনকে পাল্টা আল্টিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈশ্বিক একটি শান্তি সম্মেলনের মঞ্চে নিজের এমন রূপ দেখালেন জেলেনস্কি।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন হয়েছে। রাশিয়া, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ওই সম্মেলন বয়কট করেছে। সম্মেলনের শেষ দিন জেলেনস্কি বলেন, ইউক্রেনের অঞ্চল থেকে মস্কো তার সেনা সরিয়ে নিলে আগামীকালই রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে ইউক্রেন। তবে পুতিন যুদ্ধ থামাবেন না বলে মনে করেন জেলেনস্কি।
যুদ্ধ চালিয়ে নিতে এবং জয়ী হতে পশ্চিমা সাহায্যের বিকল্প নেই কিয়েভের। আর সেটা খুব ভালোভাবেই জানেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধে জয়ী হতে পশ্চিমা সাহায্য যথেষ্ট নয়। তবে এই সামিট দেখিয়ে দিয়েছে যে, ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন এতটুকু কমেনি। যুদ্ধের কারণে যে ব্যাপক দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো দায় রাশিয়ার ওপর চাপিয়ে সম্মেলনে একটি নথি প্রস্তুত করা হয়।