Home / বিনোদন / বড় বিপদের মুখে অলকা ইয়াগনিক

বড় বিপদের মুখে অলকা ইয়াগনিক

শেরপুর নিউজ ডেস্ক: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে জানা যায়, তিনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন। এমনটা জানিয়েছেন নিজেই।

সদ্য পাওয়া একটি দুঃসংবাদে উদ্বিগ্ন এই শিল্পীর অনুরাগীরা। এক ইনস্টাগ্রাম পোস্টে অলকা জানিয়েছেন, বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিন, যার ফলে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণক্ষমতা।

অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে।

এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আবেদন রেখেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন।

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। ইলা অরুণ লিখেছেন, ‘এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা, আমি তোমার ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে এখনকার সেরা চিকিৎসকদের ওপর ভরসা রাখো। তুমি ভালো হয়ে উঠবে এবং শিগগিরই আমরা তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাব। ভালোবাসা। সব সময় নিজের যত্ন নিয়ো।’

সোনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’

মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে। ইচ্ছা ছিল গানের ক্যারিয়ার গড়ার। তবে তাঁকে পরামর্শ দেওয়া হয় যে কণ্ঠ আরও একটু পরিণত হলে চেষ্টা করতে।

১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অলকা। তবে তিনি ব্যাপক পরিচিতি পান আরও পরে, ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে। এরপর তো একে একে তিন দশকের বেশি সময় অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক এবং এখনো গেয়ে যাচ্ছেন।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারে বেশি সিনেমায় গান গেয়েছেন অলকা ইয়াগনিক। ২৫টি আলাদা আলাদা ভাষায় তাঁর মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।

Check Also

৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘নয়া মানুষ’

শেরপুর নিউজ ডেস্ক: বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =

Contact Us