Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / বগুড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি

বগুড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি

শেরপুর নিউজ ডেস্ক: কয়েক দিন বৃষ্টিপাততে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়া সারিয়াকান্দির নিকট যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । পানি বৃদ্ধির ফলে উপজেলার চরাঞ্চালেরর নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে । ফলে চরাঞ্চলের মানুষ বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছে ।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে । সারিয়াকান্দিতে সর্বশেষ যমুনা নদীর পানি গত ১৪ জুন থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও নদীর পানি বিপদ সীমার ১২৫ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চালুয়াবাড়ী, হাটশেরপুর, সারিয়াকান্দি সদর, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, কামালপুর, কুতুবপুর এবং চন্দন বাইশা ইউনিয়নের চরাঞ্চলের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে শুরু করেছে। ফলে এসব চরাঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বন্যার আতঙ্কে রয়েছে ।

বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী (অতিঃ) সাখাওয়াত হোসেন বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত কমে গেলে নদীর পানি আবারও কমতে শুরু করবে।

Check Also

সারিয়াকান্দিতে বজ্রপাতে নিহত ১, আহত ২

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ১ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

Contact Us