শেরপুর নিউজ ডেস্ক: টানা দরপতনের পর ঈদ শেষে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। বুধবারের পর গতকাল বৃহস্পতিবারও বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম বেড়েছে। ঈদের পর লেনদেন হওয়া দুই কার্যদিবসেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসই ও সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫২৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৩৯৩টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৮টি কম্পানির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ১৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭৮৬ পয়েন্টে।