Home / দেশের খবর / সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের উদ্দেশে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২২ জুন) তিনি এ দরবার গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন। এ সময় সকল সেনানিবাস থেকে সেনাসদস্যগণ ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Check Also

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ ব্লক-সি এভিনিউ-৫ একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =

Contact Us