Home / অপরাধ জগত / জামিনে মুক্তি পেলেন সেই পাপিয়া

জামিনে মুক্তি পেলেন সেই পাপিয়া

শেরপুর নিউজ ডেস্ক: কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন শামীমা নূর পাপিয়া। সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৬টায় তিনি কারাগার থেকে বের হন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন জানান, বিকেলে পাপিয়ার জামিনের সব কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ২০২৩ সালের ৩ জুলাই শামীমা নূর পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়।

সূত্র মতে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। এরপর তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Check Also

নাটোরে মামাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই নিহত

শেরপুর নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে পুকুরপাড়ের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আপন মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us