Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

সভায় সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সমন্ময় করে বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান হয়।

সভার সভাপতি জানান, বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বগুড়া জেলা জজ আদালতে প্রঙ্গনে “ন্যায় কুঞ্জ” এর উদ্বোধন ও বগুড়া জেলার বিচারক ও জয়পুরহাট জেলার বিচারকদের পৃথক পৃথক সভা করবেন। সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রায় দীর্ঘ দুই ঘন্টাব্যাপী জেলা উন্নয়ন সমন্ময় কমিটির সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা: শফিউল আজম, উপজেলা চেয়ারম্যানগন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : মেসবাউল করিম , বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকতাগন।

Check Also

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হবিবর রহমান মন্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =

Contact Us