শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জন্মদিন, যারা তাকে ভালোবাসেন, তারা কি চুপ করে বসে থাকতে পারবেন। অবশ্যই না। ২৫ জুন মেসি পা ফেললেন ৩৭-এ। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় খেলছে আর্জেন্টিনা। কোপা নিয়ে ব্যস্ত থাকলেও তার সঙ্গের ফুটবলাররা তো মেসির জন্মদিনের রাতে দরজা বন্ধ করে বসে থাকবে না।
আর্জেন্টিনার বেসক্যাম্পে একাধিক কেক এনে টেবিল সাজানো হয়েছে। আর্জেন্টিনার পতাকার ডিজাইনে কেক বানানো হয়েছে, মেসির ১০ নম্বর জার্সির ডিজাইনে কেক বানানো হয়েছে। আরেকটি কেকের ওপর সোনালি রঙের বিশ্বকাপ ডিজাইনের কেক রাখা হয়েছে। সারিবদ্ধভাবে রাখা কেক দেখে মুগ্ধ মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া ক্লদিয়া দাঁড়িয়েছিলেন পাশে। সবাই মিলেই উদ্যাপন করলেন মেসির ৩৭তম জন্মদিন। কিন্তু মেসির ধ্যান কোপার মঞ্চে। আর্জেন্টিনার অধিনায়ক মগ্ন অনুশীলনে। আজ ভোরেই রয়েছে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। চিলির বিরুদ্ধে নামছেন এলএমটেন। কোপার ম্যাচের আগে অধিনায়কের জন্মদিন ঘিরে রীতিমতো উত্সবের মেজাজে রয়েছে আর্জেন্টিনা শিবির। মেসির শহর বুয়েনস এইরেসেও চলছে মহানায়কের বন্দনা।
শুধু আর্জেন্টিনা কেন, গোটা বিশ্বেই চলছে ফুটবল রাজপুত্রের জন্মদিনের উত্সব। বিভিন্ন জায়গা থেকে আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা। জন্মদিনের মাসে কোপা আমেরিকার মতো ফুটবলযজ্ঞ। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা শিবিরে উচ্ছ্বাসটা একটু বেশিই। গত বিশ্বকাপে গোটা দেশের স্বপ্ন পূরণ করেছেন মেসি। ১৯৮৬ সালের পর আরো একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পরের বিশ্বকাপ তিনি খেলবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তাই আর্জেন্টিনার ফুটবলাররা চাইছেন, যেভাবেই হোক মেসির হাতে এবারের কোপা আমেরিকা তুলে দিতে। সেটাই হবে মেসির জন্মদিনের সেরা উপহার।