ট্রেনের একই আসনের টিকিট দুবার বিক্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জবি শিক্ষার্থীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ।
শেরপুর নিউজ ডেস্ক: উক্ত জবি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ের ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি তার স্ট্যাটাসে বলেন, “একই টিকিট দুইজনের কাছে বিক্রি করা,একমাত্র বাংলাদেশ রেলওয়ে-তেই সম্ভব। আমাদের দেশের (ব্ল্যাকার) বুদ্ধি আছে বটে। ১৫ তারিখ টিকিট কেটে প্রিন্ট আউট করায়ে,১৬ তারিখে রিফান্ড করে দেয়। আবার ঐ টিকিট জনগণের কাছে উচ্চমূল্যে বিক্রি করে। ফলাফল আসে, চার সীটের মালিক আটজন”।
পরবর্তীতে শেরপুর নিউজ এর প্রতিনিধিকে জানান, তিনি টিকেট ১৬ তারিখ ক্রয় করেন এবং যিনি ক্রয় করেন তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই। তিনি আরো জানান “ট্রেনে উঠার পর দেখলাম এই অবস্থা, কিন্তু ঐ বগিতে টিটি আসে নাই তবে দুই জন পুশিলকে জানালে,ওনারা কোনো পদক্ষেপ নেয়নি”