শেরপুর নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে নারীদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ভারতের ওপেনার শেফালি ভার্মা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন ২০ বছরের শেফালি।
ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁতে মাত্র ১৯৪ বল খেলেছেন শেফালি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রান করে আউট হন তিনি। আক্রমণাত্মক এই ইনিংস খেলার পথে ২৩টি চারের পাশাপাশি ৮টি ছক্কা মেরেছেন এই ওপেনার। এর আগে বছরের শুরুতে সাদারল্যান্ড ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৪৮ বলে, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।
নারীদের টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিয়ান এখন শেফালি। এর আগে ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজের ছিল এই কীর্তি। ২০২২ সালের আগস্টে টন্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৭ বলে ২১৪ রান করেছিলেন মিতালি।
শেফালির রেকর্ডের দিনে রান পেয়েছেন ভারতের আরেক ওপেনার স্মৃতি মান্ধানাও। ১৬১ বলে ২৭টি চার ও ১ ছক্কায় তিনি করেছেন ১৪৯ রান। ওপেনিংয়ে শেফালি ও স্মৃতি গড়েছেন ২৯২ রানের জুটি। নারীদের টেস্ট ক্রিকেটের ওপেনিং জুটিতে এটিই এখন সর্বোচ্চ রান।
এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের সাজ্জিদা শাহ ও কিরন বালুচের। ২০০৪ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪১ রানের জুটি গড়েছিলেন তারা। শেফালি-স্মৃতির ২৯২ রানের জুটি নারীদের টেস্টে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে ৩০৯ রানের জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার এলএ রিলার ও ডিএ অ্যানেটস।