Home / খেলাধুলা / বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ

বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সমাপ্তি ঘটছে আজ। বার্বাডোজে শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে দুই অপরাজিত দল, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ম্যাচ শেষ হলেই হয়তো বিশ্বকাপের সেরা একাদশ জানাবে আইসিসি। তবে এই ম্যাচের আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চোখে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। তাদের দেওয়া এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বল হাতে রিশাদ এই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া এই একাদশের নেতৃত্বে নেই ফাইনাল খেলতে যাওয়া ভারত বা দক্ষিণ আফ্রিকার দুই অধিনায়কের কেউই। বরং আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বে আফগানিস্তান এবার প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছায়।

এই একাদশে ভারতের তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশের দুই ওপেনার হিসেবে আছেন ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সুপার এইটে থামলেও হেড ব্যাট হাতে ৭ ম্যাচে করেছেন ২৫৫ রান। রোহিত শর্মাও ভারতের হয়ে শেষ কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন, ৭ ম্যাচে করেছেন ২৪৮ রান।

তৃতীয় ব্যাটার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এরপর যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ভারতের হার্দিক পান্ডিয়া। স্পিনারদের মধ্যে আছেন আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। পেসারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং আফগানিস্তানের ফজলহক ফারুকী।

এদিকে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৭ ম্যাচে ২৫ ওভার বল করে ১৪ উইকেট শিকার করেছেন তিনি, যা কোনো বাংলাদেশি বোলারের এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ: ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্কিয়া, জাসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকী।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =

Contact Us