শেরপুর নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বাড়তে পারে।
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধি
এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এখন মনসুন (মৌসুমি বায়ু) থাকায় এ লঘুচাপ রয়েছে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এছাড়াও বাতাসের গতি বেশি থাকতে পারে বিধায় উপকূলের কাছাকাছি থাকতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়ছে।