শেরপুর নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় বগুড়ায় ৩৪০জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীর সংখ্যাই বেশি৷ তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। রবিবার (৩০ জুন) বিকালে বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
শিক্ষা শাখা জানিয়েছে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ৩৪ হাজার ৯৪২জন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ও অনিয়মিত মিলে ২৬ হাজার ৫৫২জন, আলিমে ২ হাজার ৫২৮ এবং বাকি ৪ হাজার ৮৬২জন বিএমটি শাখায়।
এদিকে, প্রথম দিনের পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ২৪ হাজার ৪৭২ জনের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল । তবে পরীক্ষার প্রথম দিনে ২০৬জন অনুপস্থিত ছিলেন। আলিমে ২ হাজার ৪৮৭জনের মধ্যে ৯২জন এবং এইচএসসি বিএমটি শাখায় ৩ হাজার ৪২৮জনের মধ্যে ৪২জন অনুপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আরাফাত হোসেন বলেন, ‘১ম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ‘