স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সরকারি মিডিয়ার লিস্ট ভুক্ত একমাত্র সাপ্তাহিক পত্রিকা “আজকের শেরপুর” এর সম্পাদক ও প্রকাশক বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য,দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু আজ ১ জুলাই ৬৭ বছর বয়সে পা রাখলেন। তিনি ১৯৫৮ সালে এই দিনে উপজেলার ভাটরা গ্রামে সম্ভ্রান্ত মুন্সী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মুন্সী আব্দুল মালেক, দাদার নাম মরহুম মুন্সী আব্দুল কুদ্দুস। তিনি উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও শেরপুর ডিগ্ৰী কলেজে লেখাপড়া করেছেন। তিনি ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন । তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত রয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ ও দৈনিক উত্তরবার্তায় সহ সম্পাদক ও মফস্বল বার্তা সম্পাদক হিসেবে প্রায় দুই দশক কর্মরত ছিলেন । তিনি জাতীয় দৈনিক বাংলার বাণী, দৈনিক ভোরের কাগজ এ দীর্ঘ দিন কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ এর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত রয়েছেন । ১৯৮৪ সালে তিনি শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক, এরপর সাংগঠনিক সম্পাদক, দুই মেয়াদে যুগ্ম সম্পাদক এবং দুই মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অনেক সমাজসেবামূলক কাজের সাথেও জড়িত রয়েছেন।