শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে আত্মসাৎ করা ২০ হাজার ১৯৭ কেজি সরকারি রেশনের চাল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা( ডিবি)। এ ঘটনায় আত্মসাৎকারী চক্রের পাঁচ সদস্যকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে৷ শনিবার দিবাগত রাতে শেরপুর উপজেলার মির্জাপুর খলিফা পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার মদনপুর মির্জাপুর এলাকার তুহুর ইসলাম ওরফে হাসান, ধড়েমাকাম মলারবাড়ি এলাকার নূর মোহাম্মদ, ধড়মোকাম নামাপাড়া এলাকার ইব্রাহীম হোসেন, ধড়মোকাম যমুনাপাড়া এলাকার মোতালেব হোসেন এবং ধুনট মোড় খন্দকারপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্রো।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকের এসব তথ্য জানান বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৯ জুন বেলা ১১টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৩-৮৮৫৯) ড্রাইভার ও হেলপারসহ আদমদীঘির সান্তাহার ওয়্যারহাউস গোডাউন থেকে রেশনের সরকারি চাল নিয়ে ফরিদপুর জেলার দিকে রওনা হন। ওদিন রাত ৮টার দিকে ভুক্তভোগী আবু তাহেরকে ফরিদপুরের সালথা এলএসডি গোডাউন থেকে মুঠোফোনে চালের কথা জিজ্ঞাসা করেন। এরপরে তিনি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে খোঁজ খবর করতে থাকেন। একপর্যায়ে ওইদিন রাত ৯টার দিকে আবু তাহের জানতে পারেন শেরপুর উপজেলার মির্জাপুর খলিফাপাড়া এলাকায় মঞ্জু মাস্টারের ধানের চাতালের উত্তর কর্নারে দক্ষিণ দুয়ারী টিনশেড গোডাউনের দরজার সাথে ট্রাক লাগিয়ে ওই চাল আনলোড করছে। ওই বিষয়ে আবু তাহের জেলা পুলিশকে জানালে ওইদিন রাত ১২টার দিকে ডিবির একটি দল গোডাউনের সামনে পৌঁঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই গোডাউনের ভেতর ৪০০ বস্তা সরকারি রেশনেএ চাল এবং গোডাউনের গেটের সামনে ট্রাকের মধ্যে ২৭১ বস্তা চাল রয়েছে। পরে ডিবি পুলিশ মোট ৬৭১ বস্তায় ২০ হাজার ১৯৭ কেজি চাল উদ্ধার করে। পরে চাল আত্মসাৎ এর কাজে ব্যবহৃত ওই ট্রাক জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে৷ বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।