সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ২০৩১ সালে দেশের পরবর্তী জনশুমারি

২০৩১ সালে দেশের পরবর্তী জনশুমারি

শেরপুর নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সংসদকে জানিয়েছেন, আগামি ২০৩১ সালে পরবর্তী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মাহমুদুল হক সায়েমের লিখিত প্রশ্নের জবাবে এতথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, পরিসংখ্যান আইন, ২০১৩ এর ৬(গ) ধারা মোতাবেদক আদমশুমারি শব্দের পরিবর্তে জনশুমারি করা হয়েছে। ২০২২ সালের ১৫ থেকে ২১ জুন দেশে সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী দেশে বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এরমধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন ও হিজড়া ৮ হাজার ১২৪ জন।

তিনি আরও জানান, পরিসংখ্যান আইন, ২০১৩ এবং সেন্সাস অর্ডার, ১৯৭২ অনুযায়ী শুমারি অনুষ্ঠিত হয়। অতীতের ধারাবাহিকতায় আগামি ২০৩১ সালে পরবর্তী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

Check Also

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ । মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Contact Us