সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে আরও দুর্নীতি

ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে আরও দুর্নীতি

শেরপুর নিউজ ডেস্ক: ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসর পর আরো দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। যারা এতদিন মতিউর সিন্ডিকেটের ভয়ে কথা বলার সাহস পেত না তারাও মুখ খুলতে শুরু করেছেন। তাদের কাছে জানা গেছে, এনবিআরের ঘুষ কেলেঙ্কারির নানা কাহিনী।

এনবিআরের সাবেক একজন কমিশনারসহ একাধিক সূত্র জানায়, ঘটনাটি প্রায় ২ বছর আরে। এনবিআরের সাবেক চেয়ারম্যানের একজন পিয়ন তার নাম মুকুল হোসেন। তিনি পিয়ন থেকে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। তাকে বেনাপোল কাস্টমস হাউসে বদলি করা হয়। সেখানে শীর্ষ কর্মকর্তারা মুকুল হোসেনকে ঘুষের ভাগের টাকা বহনকারী হিসেবে ব্যবহার করত।

বেনাপোল কাস্টমস হাউস থেকে প্রতি সপ্তাহে এনবিআরে মতিউর সিন্ডিকেটের একজন মেম্বারের কাছে সপ্তাহে ২৫ লাখ টাকা পাঠানো হতো। এই টাকা মুকুল ব্যাগ ভর্তি করে বিমানযোগে ঢাকায় পৌঁছে দিত। এই ভাবে প্রতি সপ্তাহের ঘুষের কমিশন ২৫ লাখ সপ্তাহে অলিখিতভাবে ঢাকায় এনবিআরে টার্গেটকৃত কর্মকর্তার অফিস বা বাসায় পৌঁছে যেত। এক সপ্তাহে ২৫ লাখ টাকা হলে প্রতি মাসে কমপক্ষে কোটি টাকা ঢাকায় পৌঁছত।

কিন্তু একদিন বিমানে ব্যাগ তল্লাশির সময় গোয়েন্দা সংস্থার হাতে টাকার বান্ডল ধরা পড়ে। আটক করা হয় কাস্টমসে মুকুল হোসেনকে। তিনি টাকার ক্যারিয়ার হিসেবে জিজ্ঞাসাবাদে সত্য কথা বলেছেন। কিন্তু পানির ধর্ম নিচের দিকে গড়ায়। নানা অনুরোধ করার পরও অবশেষে মুকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে টাকা পাচারকারী বানানো হয়েছে।

বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন বা অন্য কোন সংস্থা দিয়ে বিষয়টি তদন্ত করলে থলের মূল বিড়াল বেরিয়ে আসবে বলে কাস্টমস কর্মকর্তারা মনে করছেন। সেখানে ওই সময়ের এনবিআরের একজন মেম্বার ও বেনাপোলের কাস্টমসের একজন কমিশনার জড়িত? তাদের নির্দেশে টাকাগুলো বিমান যোগে ঢাকায় আনা হতো। বড় কর্তারা রেহাই পেলেও বিপাকে পড়েছে টাকা বহনকারী মুকুল।

সর্বশেষ তথ্যে জানা গেছে, আলোচিত এই ঘটনাটি ঘটেছে, ২০২২ সালে আগস্ট মাসের শেষ সপ্তাহে ২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মুকুলের বাড়ি টাঙ্গাইলে। টাকা বহনকারী মুকুলকে (সাময়িক বরখাস্ত) সাজা দিলেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। মুকুলের স্বীকারোক্তি দুর্নীতি দমন কমিশন বা অন্য কোনো সংস্থা দিয়ে এখনও অনুসন্ধান চালালে রাঘব বোয়ালরা ধরা পড়বেন। সূত্র জানায়, বেনাপোল কাস্টমসে গোডাউন থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র চুরিসহ নানা ঘটনা ঘটলেও পরে তদন্তে তা ধামাচাপা পড়ে যায়। এই ভাবে বেনাপোল কাস্টমসের প্রতিনিয়ত নানা অপকর্ম ঘটছে। সেখানে যারা কাস্টমস হাউসে চাকরি করছেন তাদের নামে বেনামে সম্পর্দের তদন্ত করলে আরও কাহিনী বেরিয়ে আসবে।

সূত্র মতে, বেনাপোল কাস্টমস হাউসে বৈধ সম্পদের তথ্য হিসাব থাকলেও অবৈধ ভাবে আটক বা গোপনে লাভবান হয়ে ছেড়ে দেয়ার কথা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

বেনাপোল কাস্টমসে যারা চাকরি করেছেন তাদের মধ্যে সন্দেহ ভাজনদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালালে বাড়বে রাজস্ব এবং কমবে দুর্নীতি। বেনাপোল ছাড়াও ঢাকার কাস্টমস হাউসে মূল্যবান গোডাউন থেকে স্বর্ণসহ মূল্যবান সমাগ্রী হারিয়েছে। তা নিয়ে এখনো গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন।

কাস্টমস সূত্র জানায়, রাজস্ব কর্মকর্তা মতিউরের বরিশালে একটি জুতার কোম্পানিও আছে। একবার ওই জুতার কারখানায় একজন সৎ কাস্টমস অফিসার তল্লাশি করে ভ্যাট ফাঁকির অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছে। তিনি জানতেন না যে ওই কারখানার মালিক নেপথ্যে মতিউর।

পরে ক্ষুর্ধ্ব মতিউর ওই কাস্টমস কর্মকর্তার পেনশন আটকে দিয়েছে। সম্প্রতি আদালত থেকে ওই আইনি প্রক্রিয়ায় পেনশনসহ অন্যান্য ভাতা পেয়েছে। এই ভাবে একের পর এক মতিউর সিন্ডিকেটের দুর্নীতির নানা কাহিনী এখন বেরিয়ে আসছে।

কাস্টমসের কর্মকর্তারা মন্তব্য করে বলেন, এই ধরনের দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিলে দেশের দুর্নীতি কমে আসবে। দেশ আর্থিকভাবে আরও উন্নত হবে। এই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা করছেন। তারা তদবির করে পার পাওয়ার চেষ্টা করছেন।

এই সম্পর্কে শনিবার (২৯ জুন) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা জানান, ছাগলকাণ্ডের জড়িত মতিউর নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্তে অনেক ক্লু বেরিয়ে আসছে। সে গুলো নিয়ে অনুসন্ধান ও যাচাই-বাচাই চলছে। এরপর প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কে বিশিষ্ট আইনজীবী সৈয়দ আহমেদ গাজী জানান, মতিউর অপকর্মে একটি মহল প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নিলে দুর্নীতির আরও কাহিনী বেরিয়ে আসবে। আর অপরাধীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিলে দুর্নীতি কমবে। দেশের উন্নতি হবে বলে তিনি মন্তব্য করেন।

Check Also

দুই ছেলের মারধরে মারা গেলেন বাবা

  শেরপুর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =

Contact Us