শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া বন্ধন শিল্পী গোষ্ঠীর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে রোমেনা আফাজ মুক্ত মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান কিছু গান কিছু কথা ‘তোমার হিয়ার মাঝারে’ শিরোনামে আয়োজন করা হয়।
বন্ধন শিল্পী গোষ্ঠীর সভাপতি নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি, এম কলেজ এর অধ্যক্ষ মোঃ ইউসুফ আলি, বগুড়া জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শিল্পী সাদিয়া আকতার, রুপা, সামাইরা, অদিতি, বানী ও আব্দুস সালামসহ অন্যান্য শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন। এসময় উপস্থিত দর্শক স্রতারা সঙ্গীত উপভোগ করেন।