সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় সাবেক এমপি সিরাজসহ বিএনপি’র ৫৬ নেতা কর্মীর জামিন লাভ

বগুড়ায় সাবেক এমপি সিরাজসহ বিএনপি’র ৫৬ নেতা কর্মীর জামিন লাভ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানসহ পুলিশ সদস্যদেরকে আহত করা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও তার ছেলে মোঃ আসিফ সিরাজ রব্বানী ওরফে সানভিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৫৬ নেতা কর্মীর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।

অপরদিকে আসামি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু , পিয়ার হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মোমিন, তাহেরুল ইসলাম সরকার, সোয়াইব আহমেদ চপল, আব্দুল আলিমসহ ৫৬ জন আসামি হাজির হয়ে হাইকোর্টের আদেশের আলোকে পৃথক ৬টি ফৌজদারী মিস মামলা মূলে জামিনের প্রার্থনা করলে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে শুনানীর দিন ধার্য্য করেন।

উল্লেখ্য, বগুড়ার শেরপুর থানার এস আই মোঃ হোসেন আলী কর্তৃক দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ নভেম্বর বিএনপি আহুত দেশব্যাপী হরতাল চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে শেরপুর বিএনপি দলীয় কার্যালয় হতে মিছিল বের হয় এবং অপর দিকে আওয়ামীলীগ ও যুবলীগের শান্তি মিছিল বের হলে দুইদিক হতে দুই মিছিলকে পুলিশ ছত্র ভঙ্গ করে দেয়।

এসময় বিএনপি’র মিছিল হতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যগন আহত হন এবং মিছিল হতে ককটেল নিক্ষেপ করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এসময় পুলিশ৩২ রউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মর্মে অভিযোগে বলা হয়েছে।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. মোঃ আব্দুল মতিন এবং আসামি পক্ষে এড. একেএম সাইফুল ইসলাম, এড. মোঃ মোজাম্মেল হক, এড, আলী আসগার, এড. আব্দুল বাছেত প্রমুখ।

Check Also

বগুড়ায় পিকআপ থেকে গাঁজা উদ্ধার, আটক ২

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‍্যাবের অভিযানে একটি মিনি পিকআপ ৩৩.২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Contact Us